যত অপ্রমাণ যত মিথ্যা কথা বলতে পারেন বলেন আমার ধৈর্য্য আছে সাথে আমার আল্লাহ আছে 🤲🤲যেদিন ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবে 😭💔সত্যি গুলো নিয়ে সবার সামনে আসবো তখন সমাজে মুখ দেখাতে পারবেন তো চুপ আছি চুপ থাকতে দেন আমার ভালোবাসা আমার সততা যোগ্যতা বিচার করতে আসবেন না আপনারা হাইরা যাবেন আমার সততার কাছে 🤲🤲🤲😭😭💔🤲#alamin_1
আজকের দিনও তুমি আমার সাথে এমনটা করলে এতগুলা কল দিলাম রিসিভ করলা না আমার ভালোবাসাটা তোমার নাটক মনে হল জান 💔হাজার রাগ অভিমান চাইলে আজকে মাটি দিতে পারতে তুমি তা তুমি দাও নাই দোষ তোমার থাকা সত্ত্বেও তোমাকে এসে গেলাম 💔😭😭একদিন যেন নাটকগুলোর জন্য আফসোস করতে না হয় আপনার 🤲🤲😭😭😭💔💔🥀🥀#alamin_1
আমার কান্না দেখে বড় আপু আর ভাগ্নি আমাকে হাসানোর জন্য কল দিছে তারা নাকি কেক খাবে 😭😭🥀💔যার জন্য এত আয়োজন সে বুঝলো না আমার ভালোবাসার অর্জন 🤲🤲🥀💔💔#alamin_1 @🥀Marjiya_ official_11🥀
ভাগ্নি আমার কেক খাবার জন্য পেলেট নিয়ে আছে 💔আমার চোখের পানির হিসাব দিতে হবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না 💔এক সময় যে মানুষটা সবাইকে হাসাতো 😭আজকে সে মানুষটাকে হাসানোর জন্য পরিবারের মানুষ খোঁজখবর নে কল দেয় আজকের দিনে ওরা জানে আজকে আমি খুব অসহায় 🤲🤲💔😭😭😭#alamin_1 @🥀Marjiya_ official_11🥀
আমি কারো শখের মানুষ হতে পারিনা, আমি সেই মানুষ যাকে খুব, সহজে আঘাত করা যায়, খুব তীব্র ভাবে কষ্ট দেওয়া যায়, অবহেলা করা যায়, সব শেষে ছেড়ে দেওয়া যায়.!🤲🤲🥀💔💔❤️😭আমাকে কষ্ট দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে যে ভালোবাসা পেয়ে অবহেলা করে গেছো সেই ভালোবাসার জন্য তুমি একদিন আফসোস করবে 😭😭🤲মিথ্যা ভালোবাসার জন্য সত্যিকারে ভালোবাসাটা তুমি দূরে সরে দিলে 🤲🤲😭😭😭💔💔#alamin_1
”আজ আমার প্রিয় মানুষটির জন্মদিন, যেদিন থেকে সে আমার জীবনে এসেছে জীবন আমার সুন্দর করে তুলেছে, জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে”। – শুভ জন্মদিন মাই ডিয়ার সুইট হার্ট ❤️👰♀️লাভ ইউ জান 👰♀️❤️@👰RAJKUMARI👮♀️BITHI✈️ @TikTok
আমি সেই দিনটা কখনও ভুলব না, যেদিন আমি তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। কারণ সেই দিন থেকে আমি বুঝতে পেরেছিলাম, কারও জন্য চিন্তা কাকে বলে। কাউকে বারবার দেখার ইচ্ছে কাকে বলে। বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালবাসা কাকে বলে। আজকে দুইটা বছর সুখে-দুখে তোমার সাথে কাটিয়ে নিলাম 🤲🤲happy anniversary my sweet wife ❤️🤲আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন একসাথে রাখে এ প্রত্যাশা করি ❤️👰♀️🤲🤲#alamin_1
”আজ আমার প্রিয় মানুষটির জন্মদিন, যেদিন থেকে সে আমার জীবনে এসেছে জীবন আমার সুন্দর করে তুলেছে, জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে”। – শুভ জন্মদিন মাই ডিয়ার সুইট হার্ট ❤️👰♀️লাভ ইউ জান 👰♀️❤️@👰RAJKUMARI👮♀️BITHI✈️ @TikTok
ঝগড়া যেমন চলছে, তেমনই চলুক। আরও এক বছর ঝগড়ার বয়স বাড়ল। দুজন দুজনের কথা না হোক ভালোবাসা স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাক তুমি যেমন আমাকে ছাড়া শূন্য তেমনি আমি তোমাকে ছাড়া শূন্য আই লাভ ইউ জান ❤️🤲❤️happy anniversary my cute wife Bithi❤️🤲🥀🥀#alamin_1